মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকে আরোহী শামীম খাতুন নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পশ্চিম মালসাদহ গ্রামের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম খাতুন একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
বিষয়টি নিশ্চিত করেছেন বামুন্দি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ ইছাহক আলী বিশ্বাস।
ইছাহক আলী জানান, সকালে প্রশিক্ষণে অংশ নিতে স্বামী ফিরোজ আহমেদের সঙ্গে মোটরসাইকেলযোগে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন ঐ শিক্ষিকা। পথে পশ্চিম মালসাদহ গ্রামের ব্রিজ এলাকায় পৌঁছলে মেহেরপুরের দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপরে ছিটকে পড়েন ঐ শিক্ষিকা। এ সময় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পরপরই ড্রাম ট্রাক নিয়ে পালিয়েছেন চালক।
‘রজব মাসের ফজিলত ও আমল’
1436 Shares Share on Facebook Share on Twitter ‘রজব’ শব্দের......বিস্তারিত