টিটব বিশ্বাস, কলকাতা প্রতিনিধি- বিদ্যা আরাধনায় যখন সবাই ব্যস্ত ঠিক তখনই বড়দের সাথে আনন্দে মেতে ছিল বছর চারেকের ছোট্ট অনিষা চ্যাটাজ্জ্বী সরস্বতী পূজোর অঞ্জলি দেবে বলে। কিন্তু অঞ্জলী দেওয়া আর হলনা। ঘটনাটি উওর চব্বিশ পরগনার জেলার হাবড়া চোংদা রবীন্দ্রপল্লী এলাকার। সোমবার সকালে পাশের বাড়িতে অঞ্জলি দিতে গিয়েছিল অনিষা। আচমকা প্রদীপের আগুন লাগে তার শাড়িতে। সেই সময় পাশে থানা অনান্য লোকজনের চোঁখে পরা মাত্র আগুন নেভানোর ব্যবস্থা করে সাথে সাথে হাবড়া হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় আরজিকর হাসপাতালে পাঠানো হয়।পাশাপাশি একই দিন ঐ জেলার বাগদা থানা রামনগর এলাকার বাসিন্দা সুমতি শীল নামে এক বৃদ্ধার গায়ে সন্ধ্যের মোমবাতির জ্বালানোর সময় আচমকাই আগুন লেগে প্রথমে বনগাঁ হাসপাতাল পরে কলকাতা স্থানান্তরিত করা হয়।
‘বিএনপিকে জবাব দিতে আ.লীগ মাঠে থাকবে: তোফায়েল আহমেদ’
1553 Shares Share on Facebook Share on Twitter আওয়ামী লীগ......বিস্তারিত