ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতার কন্যা শেখ হাসিনা ক্ষমতায় না এলে আগামী একশ বছরেও পদ্মা সেতু হতো না। পদ্মা সেতু বাংলাদেশের অহংকার। এক অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ভোলার লালমোহনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থবছরে উপজেলার দুস্থ ও প্রান্তিক জেলেদের মাঝে গাভী বকনা বাছুর ও বৈধ জাল বিতরণকালে একথা বলেন এমপি শাওন।
লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমপি শাওন আরো বলেন, আমরা শেখ হাসিনার কাছে বিভিন্নভাবে ঋণি। কিন্তু শেখ হাসিনার অর্জন আমরা অনেকেই স্বীকার করতে চাই না। গত ১৩ বছরে তিনি বাংলাদেশকে কোথায় নিয়ে গেছেন সে কথা আমরা বলি না। শেখ হাসিনার যে কোন অর্জন আজ এক শ্রেণির ভালো লাগে না। তাদের কাছে ভালো লাগে পাকিস্তানের বিষয়। পাকিস্তান ক্রিকেটে হারলেও তাদের কষ্ট হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস সহ আরো অনেকে।
‘৮৩ বছর বয়সে ৩৫ বছরের স্ত্রীকে দিলেন মাতৃত্বের স্বাদ!’
1448 Shares Share on Facebook Share on Twitter বয়স যে......বিস্তারিত