ত্বকের শুষ্কতার পাশাপাশি ঠোঁট ফাটাও শীতকালে একটি খুব সাধারণ সমস্যা। এমন পরিস্থিতিতে অনেকে ব্যয়বহুল বিউটি প্রোডাক্ট ব্যবহার করেন, যা অনেক রাসায়নিক পদার্থে তৈরি করা হয়েছে। যে কারণে আপনার ঠোঁট ধীরে ধীরে কালো হতে শুরু করে।
এমন পরিস্থিতিতে, আমরা ঘরে পাওয়া জিনিসগুলোর সাহায্যে কেমিক্যালমুক্ত লিপবাম তৈরি করতে পারি। প্রতিদিনের এই ঘরোয়া ঠোঁটের যত্নে ব্যবহার করলে ঠোঁট সুন্দর ও কোমল হয়। তাহলে চলুন জেনে নিই কীভাবে তৈরি করবেন শীতের যত্নে লিপ বাম-
উপকরণ-
মধু ২ চা চামচ, কাঁচা দুধ ২ থেকে ৩ টেবিল চামচ, গোলাপ জল ২ ফোঁটা।
বানাবেন কীভাবে?
শীতে লিপবাম তৈরি করতে প্রথমে একটি বাটি নিন। এতে প্রায় ১ থেকে ২ চা চামচ মধু যোগ করুন। আপনি এতে প্রায় ২ থেকে ২ চা চামচ কাঁচা দুধ যোগ করুন। তারপর এতে ২ থেকে ৩ ফোঁটা গোলাপ জল দিন।
এরপর এই সব জিনিস ভালো করে মিশিয়ে নিন। তারপর কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। এরপর প্রতিদিন রাতে ব্যবহার করুন।
‘রজব মাসের ফজিলত ও আমল’
1436 Shares Share on Facebook Share on Twitter ‘রজব’ শব্দের......বিস্তারিত