যে কোন বয়সের মানুষের শরীর ঠিক রাখতে ব্যায়ামের বিকল্প নেই। সুস্থ থাকতে দৈনন্দিন জীবনের রুটিনে ব্যায়াম রাখা উচিত। এতে সুস্থ থাকা যায়। শারীরিক নানা ধরনের ব্যায়াম করে শরীরকে বশে রাখা যায়। শরীরকে সুস্থ রাখতে ও মানসিক প্রশান্তির জন্য ব্যায়ামের বিকল্প নেই। নিয়মিত ব্যায়ামের অভ্যাস করলে শরীর ও মন উভয় সুস্থ্য থাকবে। শুক্রবার সকালে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন লালমোহনে জিম ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় সভা ও জিম ক্লাবের কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক সফিকুল ইসলাম বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা প্রকৌশলী ম. বিল্লাল হোসেন, লালমোহন প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভা কাউন্সিলরগণ।
উল্লেখ্য, লালমোহন জিম ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। সাধারণ সম্পাদক উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, সাংগঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ক্রীড়া সম্পাদক লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনি।
‘৮৩ বছর বয়সে ৩৫ বছরের স্ত্রীকে দিলেন মাতৃত্বের স্বাদ!’
1448 Shares Share on Facebook Share on Twitter বয়স যে......বিস্তারিত