এমআর পারভেজ, বিশেষ প্রতিনিধি।। ভোলার লালমোহন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ হেলাল উদ্দিন হাওলাদারের নেতৃত্বে আজ বৃহস্পতিবার প্রায় ৫০ হাজার টাকার মূল্যের মেয়াদোত্তীর্ণ বিস্কিট এভাবে নষ্ট করা হয়। ইতিপূর্বে ভ্রাম্যমাণ আদালত পৌর শহরের বিভিন্ন দোকানে হানাদিয়ে এসব মেয়াদোত্তীর্ণ বিস্কিট জব্দ করে। তবে সচেতন মহলের দাবী যে সকল দোকানে ঠান্ডা পানীয়,টাইগার,স্পাইট,আর সি কলা, প্রানআপ সহ সকল ধরনের পানী বিক্রি করে সে সকল দোকানে সেসব দোকানে অভিযান চালিয়ে দেখা উচিত যে, মেয়াদোত্তীর্ন পানি বিক্রি করা হয় কি না। নাম প্রকাশে অনিচ্ছাসত্তে একজন সেলম্যান জানান, সীতের কারনে যেসব পানী বিক্রি করা যায় নি, অনেকগুলোর মেয়াদ শেষ হয়ে গিয়েছে আবার কিছু পানির মেয়াদ অল্প কয়েক দিন আছে, সে সকল পানী দ্রুত মার্কেটে ছেড়ে দিতেছি আমরা, কারন এগুলো গরমের শুরুতে সেল দেওয়ার জন্য কম্পানির এজেন্টরা আমাদেরকে চাপে রেখেছে। সচেতন মহলের দাবী কতৃপক্ষ যেন উপজেলার বিভিন্ন মার্কেটে ভ্রাম্যমান অভিযান অব্যাহত রাখে।
‘প্রেমিকের গায়ে হলুদ, প্রেমের বিষে নীল হলো স্কুলছাত্রী’
1635 Shares Share on Facebook Share on Twitter প্রেমিকের গায়ে......বিস্তারিত