মো: জসিম জনি।। লালমোহন থেকে ছেড়ে যাওয়া এমভি গ্লোরী অব শ্রীনগর-৩ লঞ্চ থেকে তেঁতুলিয়া নদীতে পরে এক যুবক নিখোঁজ রয়েছে। আজ বুধবার রাত ৯টার দিকে তেঁতুলিয়ার ধুলিয়া নামক স্থানের আগে এ ঘটনা ঘটে। নিখোঁজ যুবক লালমোহন নয়ানীগ্রামের আব্দুল হাই হাওলাদারের ছেলে। মসজিদ রোডের বিসমিল্লা ইলেকট্রনিকস এর মালিক রাসেল। সে বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল।
এ ঘটনায় লঞ্চ নোঙ্গর করে রাসেলকে খুঁজতে থাকে। রাত ১১ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত রাসেলকে পাওয়া যায়নি। কোস্ট গার্ড ও নাজিরপুর থেকে স্বজনরা ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে নদীতে খুঁজছে রাসেলকে।
‘বাজেট অধিবেশন ৫ জুন’
1996 Shares Share on Facebook Share on Twitter একাদশ জাতীয়......বিস্তারিত