LalmohanNews24.Com | logo

১৫ই শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ | ৩০শে জুলাই, ২০২১ খ্রিস্টাব্দ

লালমোহনে শিশু চুরির অভিযোগ

মোঃ জসিম জনি মোঃ জসিম জনি

সম্পাদক ও প্রকাশক

প্রকাশিত : মার্চ ০৬, ২০১৮, ২৩:২২

বিজ্ঞাপন

লালমোহনে শিশু চুরির অভিযোগ

হাসান পিন্টু, লালমোহননিউজ টোয়ান্টিফোর ডটকমঃ ভোলার লালমোহনে সীমা(৩) নামের এক শিশুকে চুরি করা অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবিরচর এলাকায় এ ঘটনা ঘটে। সীমা দেবিরচরের বেরিবাঁধ এলাকার খাঁন বাড়ির শাহাবুদ্দিন ওরুফে সোনা মিয়ার মেয়ে।

জানা যায়, সোমবার গভীর রাতে ঘুমান্ত অবস্থায় সীমাকে চোর চক্র ঘরের বেড়া কেঁটে নিয়ে যায়। পরে রাতে হঠাৎ তার মা জেসমিন বেগম তাকে কাছে না পেয়ে অনেক খোঁজাখুজি করে। বর্তমানে ওই মেয়েকে কোথায়ও খুজে পাওয়া যাচ্ছে না। মেয়েকে না পেয়ে পাগল প্রায় পরিবারের লোকজন।

জেসমিন জানান, আমার এক ছেলে ও তিন মেয়ে। প্রতিদেনর মত আমরা সোমবার রাতেও এক সাথে ঘুমাই। হঠাৎ রাতে ঘুম ভেঙ্গে গেলে আমি সীমাকে না দেখে চিৎকার দেই। আমার চিৎকারে পাশের বাসার লোকজন ছুটে আসে। তখন দেখি আমাদের কাঠের বেড়াটি কাঁটা রয়েছে। হয়তো কেউ সেখান দিয়ে এসে আমার মেয়েকে চুরি করে নিয়ে গেছে।

ঘটনার পর দিন সীমার বাবা লালমোহন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এবিষয়ে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির জানান, আমরা অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি। বর্তমানে এ ঘটনায় তদন্ত চলছে।

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি