লালমোহননিউজ টোয়ান্টিফোর ডটকম: ভোলার লালমোহনে রহিমা আফরোজ সোলার বৈশাখী রিটেইলার মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা অফির্সার্স ক্লাবে অনুষ্ঠিত রিটেইলার মিটিং এ টেরিটোরি সেল্স অফিসার সুমন চান্দ্র দাস এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন রহিমা আফরোজ সোলারের ভোলা ইউনিটের ইনচার্জ মাসুম খান, এসআর আরাফাত রকিসহ জেলার বিভিন্ন স্থান থেকে আসা রিটেইলারগন।
ভোলা জেলা রিটেইলারদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, লালমোহন জিনিয়াস কম্পিউটারেরর প্রোপাইটর মো: জাকির হোসেন।
এসময় উপস্থিত অন্যান্য রিটেইলারগন তাদের বিভিন্ন সমস্যাসহ নানান বিষয় নিয়ে গুরুত্বপূর্ন মতামত পেশ করেন।
হাসান পিন্টু
‘সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলেই করোনায় মৃত্যু’
বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির অ্যাসোসিয়েট নিউজ প্রডিউসার রিফাত সুলতানা......বিস্তারিত