লালমোহননিউজ২৪ডটকম ॥ লালমোহনে ইউপি মেম্বারের স্ব-মিলে গাছ কাটাতে নিয়ে বৃদ্ধ অহিদুল্যাহ (৬৫) নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ফরাজগঞ্জ ইউনিয়নের আনিছল হক মিয়া বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, লালমোহন সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অহিদুল্যাহ নিজ বাড়ির ঘর নির্মাণের জন্য গাছ ভাঙ্গাতে নিয়ে যায় স্ব-মিলে। ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নুরনবীর মালিকানাধিন ওই স্ব-মিলে অহিদুল্যাহকে করাতের কাছে গাছ ধরতে বলে শ্রমিকরা। এসময় গাছ ধরতে গিয়ে অসতর্কতাবশত অহিদুল্যাহ পড়ে গিয়ে বাঁ হাত বিচ্ছিন্ন ও বুকের মাঝে কেটে যায়। তাৎক্ষণিক অহিদুল্যাহর মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে জানান ওসি মীর খাইরুল কবীর।
‘বিএনপিকে জবাব দিতে আ.লীগ মাঠে থাকবে: তোফায়েল আহমেদ’
1553 Shares Share on Facebook Share on Twitter আওয়ামী লীগ......বিস্তারিত