এসবি মিলন।। ভোলার লালমোহনে হাসেম (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকেরা। আজ শনিবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের বিশ্বাসের পাড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর, নিহত হাসেম গংদের দ্বারা নির্যাতনের ভুয়া নাটক সাজিয়ে লালমোহন হাসপাতালে ভর্তি হয় অভিযুক্ত তোফায়েল ও মোতাহার। তবে শেষ রক্ষা হয়নি তাদের। খবর পেয়ে হাসপাতাল থেকেই তাদের দু’জনকে আটক করে পুলিশ।
নিহত হাসেমের স্ত্রী আমেনা বেগম জানান, সকালে তাদের বাড়ির দরজায় মাদার কাঁটার বেড়া দিতে থাকে প্রতিবেশি মোতাহার ও তোফায়েল। বিষয়টি জেনে ঘটনাস্থলে গিয়ে বাধা দেয় হাসেম ও তার স্ত্রী আমেনা। এসময় ক্ষিপ্ত হয়ে স্বামী-স্ত্রী দু’জনকে বেধরক মারপিট করতে থাকে মোতাহার ও তোফায়েল।
এ সময় মোতাহার ও তোফায়েলের পক্ষ নিয়ে মারপিটে অংশ নেয় মুজাহার, ইব্রাহিম ও নয়ন। মারপিটের এক পর্যায়ে বৃদ্ধ আবুল হাসেম অজ্ঞান হয়ে পরলে, সেখান থেকে তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নেয়ার চেষ্টা করে স্বজনরা। হাসপাতালে নেয়ার পথে দিদার মসজিদ নামক এলাকায় পৌঁছতেই মারা যায় হাসেম।
লালমোহন থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, এ ব্যাপারে নিহতের ছেলে রফিক বাদী হয়ে এজাহার দায়ের করেছে।
হাসান পিন্টু
‘সৌদি-আমিরাতে আশঙ্কাজনক হারে বাড়ছে বন্ধ্যাত্ব’
1157 Shares Share on Facebook Share on Twitter মধ্যপ্রাচ্যের দুই......বিস্তারিত