বিশেষ প্রতিনিধি ।। লালমোহনে পরকিয়া প্রেমের টানে ৩ সন্তানের জননীর ঘরে ৩ সন্তানের জনক! অবশেষে গণধোলাইয়ের শিকার হলেন। ভোলার লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চতলা এলাকার তেগাছিয়া গ্রামে গত বৃহস্পতিবার রাত ১২ টায় এঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, উপজেলার ধলীগৌরনগরের চতলা বাজার এলাকার তেগাছিয়া গ্রামের বাড়ীক মাঝি বাড়ীর জনৈক ৩ সন্তানের জননীর সাথে চরভূতা ইউনিয়ানের নতুন মুগুরিয়া বাজার সংলগ্ন ৩ সন্তানের জনক মোঃ আব্বাছ উদ্দীনের সাথে দীর্ঘ ৩ বছর পরকিয়ার সম্পর্ক চলে আসছে। মোবাইল ফোনে তাদের প্রেম আলাপ চলত বলে জানায় পরকিয়া প্রেমিকা।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, গত ৮ মার্চ বৃহস্পতিবার রাত অানুমানিক ১২ টার দিকে প্রেমের টানে ৩ সন্তানের জনক আব্বাছ প্রেমিকার ঘরে প্রবেশ করে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হওয়া অবস্থায় বাড়ীর লোকজন টের পেয়ে ঘরের বাহির থকে তালা মেরে স্থানীয় লোকদের সাহায্যে তাকে হাতেনাতে আটক করে। পরদিন সকালে (শুক্রবার) চতলা বাজারের সাবেক মেম্বার মোঃ জসীম উদ্দীন পরকিয়া প্রেমিককে তার জিম্মায় নিয়ে যায়, এবং প্রেমিকাকে সাবেক মহিলা মেম্বার শাহানা আক্তার নাছিমার জিম্মায় নিয়ে যাওয়া হয়। আব্বাছ তেগাছিয়ার
দাইমদ্দিন হাং বাড়ীর ছহল হক এর পাওয়ার টিলারের ড্রাইভার হিসেবে চাকরী করতেন এর সুবাদে তাদের পরকিয়ার সম্পর্ক ঘটে। এ ব্যাপারে ওই এলাকায় লোকজনের কাছে ব্যাপক তোলপার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে প্রাক্তন মেম্বার জসীম ও মহিলা মেম্বার নাছিমা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এঘটনার বিচার দাবী করেন এলাকাবাসী, প্রেমিকার স্বামী চট্রগ্রাম লবনের কারখানায় শ্রমিকের কাজ করায় তাকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
‘চিকিৎসকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানো সেই ম্যাজিস্ট্রেট বরিশালে বদলি’
লকডাউনে রাজধানীর এলিফ্যান্ট রোডে এক নারী চিকিৎসকের সঙ্গে আইডি কার্ড......বিস্তারিত