লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৩ জন আহত হয়েছেন। বুধবার উপজেলার কালমা ইউনিয়নের বালুরচর এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বালুরচর এলাকার সাদর আলী চকিদার বাড়ির আলমগীর ও ফয়েজ এর সাথে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে একই এলাকার নোয়াবের সাথে কথা কাটা-কাটি হয়। এসময় ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে মোঃ আব্দুল আলী (৩৫) ও নূরনবী (২৮) এবং আহমদ আলীর ছেলে নসু (৩৫) বাধা প্রদান করলে তাদের উপর ক্ষিপ্ত হয় নোয়াব ও তার লোকজন। নোয়াব ক্ষিপ্ত হয়ে তার ছেলে জাফর, রিপন ও তার ভাই সহিজলসহ আব্দুল আলী, নূরনবী ও নসুকে দেশীয় অস্ত্র ও রড দিয়ে বেধরক মারধর করে। পরে তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালমোহন সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত নূরনবীর অবস্থা আশংকাজনক হওয়ায় লালমোহন হাসপাতাল থেকে তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
হাসান পিন্টু
‘বিএনপিকে জবাব দিতে আ.লীগ মাঠে থাকবে: তোফায়েল আহমেদ’
1553 Shares Share on Facebook Share on Twitter আওয়ামী লীগ......বিস্তারিত