লালমোহননিউজ টোয়ান্টিফোর ডটকমঃ লালমোহনে এইচএসসির ইংরেজি ২য় পত্র পরিক্ষা চলাকালীন সময়ে অসদুপায় অবলম্বনের দায়ে ৩ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। শনিবার করিমুন্নেসা-হাফিজ মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্র থেকে ২ জন ও সরকারি শাহাবাজপুর কলেজ কেন্দ্র থেকে ১ জনকে বহিস্কার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল হাসান রুমী জানান, লালমোহনে শান্তিপূর্নভাবে এইচএসসি ও সমমানের পরিক্ষা চলছে। শনিবার ইরেজি ২য় পত্র পরিক্ষা চলাকালীন সময়ে অসদুপায় অবলম্বনের দায়ে শাহবাজপুর কলেজের বিশ্বজিৎ দাস, ধলীগৌর নগর কলেজের মোঃ নিজাম উদ্দিন, কাচিয়া টগবি কলেজের মুক্তা বেগম কে বহিস্কার করা হয়।
হাসান পিন্টু
‘প্রেমিকের গায়ে হলুদ, প্রেমের বিষে নীল হলো স্কুলছাত্রী’
1635 Shares Share on Facebook Share on Twitter প্রেমিকের গায়ে......বিস্তারিত