এম ইউ মাহিম, বিশেষ প্রতিনিধি।। ভোলার লালমোহন উপজেলা শ্রমিকদল নেতা জিয়াউল হক জিয়াকে গ্রেফতার করেছে গোয়েন্দা ও ক্রাইম ইনফরমেশন ডিটেকটিভ ব্রাঞ্চ(ডিবি)। গ্রেফতারকৃত এ শ্রমিক নেতার ঘনিস্ঠসুত্রে জানা যায় তার নামে ইতঃপুর্বে মামলা জিডি বা কোন ধরনের ওয়ারেন্ট না থাকলেও আকস্মিক ডিবি কর্তৃক তিনি গ্রেফতার হওয়ায় সকলে বিস্মিত।
জানা যায়, ডিবির পশ্চিম শাখার সহকারী কমিশনার রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম ১৯ শে জানুয়ারী শুক্রবার রাত আট ঘটিকার সময় মোহাম্মদপুর ত্রিমোহনী রাস্তার মাথা হতে তাকে গ্রেফতার করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়। এ বিষয়ে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে গিয়ে যোগাযোগ করা হলে ডিবি অফিস সুত্রে বলা হয় এটি একটি গোয়েন্দা বিভাগ, কাউকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে আনা হলে থানার মত এখানে সাক্ষাৎ করে কথা বলা বা দেখা করার কোন সুযোগ নেই। শুধুমাত্র অপরাধীকে ডিএমপি মিডিয়া সেন্টারে উপস্থিত করা হলে গনমাধ্যম সংশ্লিস্ট ব্যক্তিগন সেখানে থাকতে পারবেন।
এছাড়া গ্রেফতারকৃত ব্যক্তিকে কোর্টে চালান দেওয়ার প্রক্রিয়া গ্রহন করা হলে তার নিকটাত্নীয়দের ফোনে অবহিত করা হবে। ডিবি কমিশনার রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করার চেস্টা করেও তাকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সর্বশেষ জানা যায় জিয়াকে কোর্টে চালান করে জেলহাজতে পাঠানো হয়েছে।
‘স্কুলে পুড়ে মরল ২০ শিশু শিক্ষার্থী’
নাইজারে খড়ের তৈরি একটি স্কুলে অগ্নিকাণ্ডে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ২০টি......বিস্তারিত