চরফ্যাশন সংবাদদাতা : গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে- রিকশায় করে ভোলার চরফ্যাশনের চর কুকরী-মুকরীর গ্রামের পথে ঘুরে বেড়ালেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ আইচার কুকরী-মুকরীতে রিকশায় গ্রাম পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য, পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
রাষ্ট্রপতির রিকশার চালক ছিলেন চর কুকরী-মুকরীর ৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলীর ছেলে বাবুল। রিকশায় চড়ে রাষ্ট্রপতির গ্রাম পরিদর্শনে এলাকাবাসী বেশ কৌতুহল বোধ করেন।
এরপর বিকেলে ভোলার দৌলতখানের বাংলাবাজারে ফাতেমা খাতুন ডিগ্রি কলেজ ময়দানে এক জনসভায় ভাষণ দেন রাষ্ট্রপতি। এছাড়া সেখানে তিনি স্বাধীনতা জাদুঘর উদ্বোধন করেন।
এর আগে রাষ্ট্রপতি বৃহস্পতিবার দুপুরে চরফ্যাশন উপজেলার চর কুকরী-মুকরীতে ইকোপার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এরপর তিনি শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন এবং পরে বৃক্ষ রোপণ করেন।
হাসান পিন্টু
‘সৌদি-আমিরাতে আশঙ্কাজনক হারে বাড়ছে বন্ধ্যাত্ব’
1157 Shares Share on Facebook Share on Twitter মধ্যপ্রাচ্যের দুই......বিস্তারিত