দিন দিন প্রতিবাদ-বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে মিয়ানমারে। সেনাবাহিনীর ভয়ভীতি প্রদর্শন কোনো কাজে আসছে না। ফলে বিক্ষোভ দমনে খ্যাতিমানদের তালিকা ধরে গ্রেফতারে নেমেছে জান্তাবাহিনী। এমন ৭৮ জনের একটি তালিকা ২১ ফেব্রুয়ারি অনলাইনে ফাঁস হয়।
ইরাবতী জানিয়েছে, ‘গোপনীয়’ লেখা তালিকাটিতে পরিচিত মানবাধিকার কর্মী, শিল্পী, সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের ওইসব তারকার নাম রয়েছে যারা জান্তাবিরোধী প্রতিবাদ চালিয়ে যাওয়ার উন্মুক্ত আহ্বান জানিয়েছেন।
এতে জেনারেশন ৮৮ ছাত্রনেতা মিন কো নাইং ও জিমি এবং প্রসিদ্ধ অধিকার কর্মী মোয়ে থি ঝুনের নাম রয়েছে। এ ছাড়া মিয়ানমার নাউ পত্রিকার এডিটর ইন-চিফ সোয়ে উইন ও অভিনেতা লু মিনকে রাখা হয়েছে তালিকায়। শনিবার রাতে লু মিনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তার স্ত্রী।
‘ফাইভ টুজ বা ২২২২২’ বিপ্লব নামে পরিচিতি পাওয়া সোমবারের ধর্মঘটে রাজধানী নেপিদো থেকে প্রায় ২০০ প্রতিবাদীকে আটক করেছে জান্তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শহরের বহু স্থানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের ওপর জান্তা চড়াও হয়েছে।
আটকদের আইনজীবী ও স্বজনরা জানিয়েছেন, আটকদের বেশির ভাগই তরুণ ও যুবক। আটক একজনের স্বজন জানান, ‘রাস্তায় যাকেই পেয়েছে ধরে নিয়ে গেছে। আমার পরিবারকে জোর করে কার থেকে নামিয়ে পুলিশের গাড়িতে তোলা হয়।
আটকের আগে আমার ভাইয়ের ভিডিওকল থেকে দেখেছি, কী ঘটেছে। তারা তরুণদের টার্গেট করেছে।’
‘উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ’
Jasim Jany: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে......বিস্তারিত