স্টাফ রিপোর্টারঃ কারো ওপর নির্ভরশীল না থেকে নিজেদের পানির সংকট মোকাবেলায় নিজেদেরই সক্ষমতা অর্জন করতে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, মানুষকে শিখতে হবে বন্যার সঙ্গে বসবাস করা। বন্যার ক্ষতিটা যেন না হয়, সেদিকে যেমন দৃষ্টি দেয়া, আবার বন্যার সুফল যাতে আমরা ভোগ করতে পারি, সেদিকেও দৃষ্টি দিতে হবে। শুধু উঁচু উঁচু বাঁধ তৈরি করে দিলেই কিন্তু নদী টিকবে না’
মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব পানি’ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সুপেয় পানি নিশ্চিত করতে বিশ্বজুড়ে ২২ মার্চ পালন করা হয়ে থাকে বিশ্ব পানি দিবস। বিশ্বের সাথে মিলিয়ে দিবসটি পালন করা হয় বাংলাদেশেও। ‘পানির জন্য প্রকৃতি’ এমন ভাবনা নিয়ে আয়োজিত বিশ্ব পানি দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘দিনে দিনে পানির জায়গাগুলো সংকুচিত হয়ে যাচ্ছে। নগরায়ন ও আধুনিক প্রযুক্তির সঙ্গে সঙ্গে প্রকৃতির ক্ষতির বিষয়টা বিবেচনা করতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘যত নগরায়ণ আসছে, প্রযুক্তি ব্যবহারে নদীর দূষণ বাড়ছে। অপরিকল্পিত নগরায়নের ফলে অনেক সময় বিল, পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণ করা হয়, তাই অনেক সময় প্রয়োজনীয় পানিও পাওয়া যায় না।’
তিনি আরও বলেন, ‘শহরে অনেক সময় আগুন লাগলে পানি পাওয়া যায় না। আগে পান্থপথে একটা বিল ছিল। কিন্তু বিল ভরাট করে নগরায়ণ করার ফলে বসুন্ধরা শপিং মলে আগুন লাগার পর পানি পেতে কষ্ট হয়েছে। পরে সোনারগাঁও সুইমিং পুল থেকে পানি নিয়ে আগুন নেভানো হয়।’
‘উন্নয়নের নামে পুকুর-খাল ভরাট করা যাবে না’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘শিল্প-কারখানার জন্য অনেক সময় ভরাটের প্রয়োজন হলেও বিকল্প জলাধার সৃষ্টি করতে হবে।’
গঙ্গার পানি চুক্তির পরই তাঁর সরকার নদী খননের দিকে সব থেকে বেশি দৃষ্টি দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর পর কয়েকটি ড্রেজার কিনে জাতির পিতা এই ড্রেজিংয়ের কাজ শুরু করেছিলেন। এরপর ’৭৫-এ জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছে তারা কখনো নদীগুলো খননের কোন উদ্যাগই নেয়নি।
পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম বীর প্রতীক, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কবির বিন আনোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ড. মো. মাহফুজুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন।
হাসান পিন্টু
‘পদ্মা সেতুর নামে বিদেশী ছবি প্রচার হচ্ছে কেন?’
1889 Shares Share on Facebook Share on Twitter পদ্মা সেতু......বিস্তারিত