LalmohanNews24.Com | logo

৫ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | ২১শে অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ

ময়নাতদন্তের সময় জেগে উঠল লাশ!

মোঃ জসিম জনি মোঃ জসিম জনি

সম্পাদক ও প্রকাশক

প্রকাশিত : মার্চ ০৭, ২০১৮, ১৫:৪১

ময়নাতদন্তের সময় জেগে উঠল লাশ!

সড়ক দুর্ঘটনায় মৃত যুবকের ময়নাতদন্ত করার জন্য প্রস্তুত হচ্ছিলেন চিকিৎসকেরা। এমন সময় উঠে বসলেন সেই মৃত যুবক। অমনি চক্ষু চড়কগাছ চিকিৎসকদের। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে।

ভারতের এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মধ্যপ্রদেশের চিন্দওয়ারার বাসিন্দা হিমাংশু ভরদ্বাজ। তখন তাকে নাগপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ঘোষণা করেন, তার ‘ব্রেন ডেথ’ হয়েছে।

এরপর নাগপুরের সেই হাসপাতাল থেকে চিন্দওয়ারার লাশ ময়নাতদন্তের জন্য নেয়া হয় জেলা হাসপাতালে। সেখানেই ঘটে বিপত্তি। উপস্থিত চিকিৎসকরা দেখতে পান হিমাংশুর দেহ নড়াচড়া করছে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আপাতত সেখানেই তার চিকিৎসা চলছে।

আর এ ঘটনার পর হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে বিক্ষোভ করেন হিমাংশুর পরিবারের ও এলাকার বাসিন্দারা। কী করে চিকিৎসকরা একজন জীবিত রোগীকে ‘ব্রেন ডেথ’ ঘোষণা করতে পারেন, এখন প্রশ্ন উঠছে সেটা নিয়েও ।

হাসান পিন্টু

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি