ভোলার মনপুরায় বিআরডিবি’র অধীনে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো) অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এই সভার আয়োজন করে।
মঙ্গলবার (২১ জুন) সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ মাহতাব উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে জুমের মাধ্যমে অনলাইনে অংশগ্রহন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ মশিউর রহমান (এনডিসি)। বিশেষ অতিথি হিসেবে জুম মিটিংয়ের মাধ্যমে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আক্তার চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার রেবু।
এছাড়াও বিআরডিবি’র সহকারী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, মনপুরা সোনালী ব্যাংক ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া, মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন চন্দ্র বিশ্বাস, ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. এ বারী, কারিতাসের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা শ্রী অশোক কুমার রায় প্রমূখ। -এইচপি
‘৮৩ বছর বয়সে ৩৫ বছরের স্ত্রীকে দিলেন মাতৃত্বের স্বাদ!’
1448 Shares Share on Facebook Share on Twitter বয়স যে......বিস্তারিত