LalmohanNews24.Com | logo

৯ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | ২৫শে অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ

মঙ্গল শোভাযাত্রা হারাম: বাবুনগরী

হাসান পিন্টু হাসান পিন্টু

প্রধান বার্তা সম্পাদক

প্রকাশিত : এপ্রিল ১৪, ২০১৮, ১৪:২০

মঙ্গল শোভাযাত্রা হারাম: বাবুনগরী

লালমোহননিউজ টোয়ান্টিফোর ডটকম: হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী নববর্ষের ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রাকে ‘হারাম’ হিসেবে আখ্যা দিয়েছেন। বৃহস্পতিবার রাতে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করা হয়। ইউনেসকো ঐতিহ্যের তালিকাভুক্ত মঙ্গল শোভাযাত্রাকে সরকারিভাবে নিষিদ্ধ করতেও দাবি করা হয় বিবৃতিতে।

বিবৃতিতে বলা হয়, ‘নতুন বছরের প্রথম দিনে নারী পুরুষের মুখে উল্কি আঁকা, বড় বড় পুতুল, হুতোম পেঁচা, হাতি, কুমির সাপ, বিচ্ছু ও ঘোড়াসহ বিভিন্ন জীব-জন্তুর মুখোশ পরা, প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ একসঙ্গে অশালীন পোশাক পরে অশ্লীল ভঙ্গিতে র‌্যালি করা হিন্দুয়ানী রীতি। যা ইসলামের  দৃষ্টিতে সম্পূর্ণ হারাম।’

মঙ্গল শোভাযাত্রায় মুসলিমদের অংশগ্রহণ না করতে আহ্বান জানিয়ে বাবুনগরী বলেন, স্কুল কলেজের মুসলিম শিক্ষার্থীদের আকিদাবিরোধী সংস্কৃতি পালনে রাষ্ট্র বাধ্য করতে পারে না। এটা সংবিধানের মৌলিক নীতিমালাবিরোধী। সংবিধান লঙ্ঘন করে দেশের জনগণের ওপর ভিন্ন ধর্মের অপসংস্কৃতি চাপিয়ে দিতে পারে না। সভ্যতা-সংস্কৃতি ধ্বংস করে বিজাতীয় কালচার মুসলমানরা মেনে নিতে পারে না।

বিবৃতিতে বাবুনগরী বলেন, ‘কয়েক বছর থেকে বহুবার বর্ষবরণ অনুষ্ঠানে নারীদের ওপর সংঘবদ্ধ যৌন-নির্যাতন ও সম্ভ্রমহানির মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। যা নারী-পুরুষের অবাধ মেলামেশা ও চলাফেরার কুফল। এসব অনুষ্ঠানে নারীদের নিরাপত্তা তো নেই বরং ক্ষতির আশঙ্কাই বেশি। সে জন্য ইসলাম বিরোধী বিজাতীয় এসব অনুষ্ঠানে উপস্থিত হওয়া থেকে বিরত থাকা প্রয়োজন নারী সমাজের।

হাসান পিন্টু

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি