LalmohanNews24.Com | logo

২রা শ্রাবণ, ১৪২৬ বঙ্গাব্দ | ১৭ই জুলাই, ২০১৯ ইং

ভোলায় ব্রহ্মপুত্রে স্নান উৎসব

ভোলায় ব্রহ্মপুত্রে স্নান উৎসব

 
ভোলা প্রতিনিধি: ভোলায় সনাতন ধর্মাবলম্বীদের ব্রহ্মপুত্রে স্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে। যাতে অংশ নেয় হাজারো সনাতন ধর্মাবলম্বীরা। ১৩ এপ্রিল (শনিবার) সকালে ভোলার তুলাতলি শাহবাজপুর পর্যটন কেন্দ্র সংলগ্ন নদীতে এই ব্রহ্মপুত্রে স্নান উৎসব এর আয়োজন করে ভোলা জেলা পূজা উদযাপন পরিষদ ও ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন ভোলা জেলা শাখা। সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত চলে এ ব্রহ্মপুত্রে  স্নান  উৎসব।যাতে অংশ নিতে ভোলার দূর দূরান্ত থেকে ছুটে আসে হিন্দু সনাতন ধর্মের অনুসারীরা।
ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক ও ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন ভোলা জেলা শাখার জেলা সমন্ময়কারী গৌরাঙ্গ চন্দ্র দে জানান, নারায়নগঞ্জে গিয়ে এই লাঙ্গলবন্দের  স্নানে যোগ দেওয়া সকলের পক্ষে সম্ভব নয়। তাই আমরা ভোলা জেলা পূজা উদযাপন পরিষদ ও ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন ভোলা জেলা শাখার আয়োজনে ভোলায়ই ব্রহ্মপুত্র  স্নানের আয়োজন করেছি।
উল্লেখ্য, প্রতিবছর পহেলা বৈশাখের পূর্বের অষ্টমী তিথিতে এই ব্রহ্মপুত্রে স্নান অনুষ্ঠিত হয়।
লালমোহননিউজ/ এইচ.পি
Facebook Comments


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি