ভোলা প্রতিনিধি॥ নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে, বেসরকারি উন্নয়নমূলক সংস্থা কোস্ট ট্রাস্টের বার্ষিক আনন্দ ভোজন। এতে কোস্ট ট্রাস্টের বিভিন্ন প্রকল্পের প্রায় ৫ শাতাধিক কর্মকর্তা ও কর্মচারিগন উপস্থিত ছিলেন। শনিবার সকাল থেকে ভোলার বোরহানউদ্দিনের মনিরাম হাফিজ ইব্রাহীম কলেজ মাঠে দিনটিকে আনন্দমূখর করার জন্য টান টান উত্তেজনার মধ্য দিয়ে সাজানো হয়েছে বিভিন্ন ইভেন্ট।
এতে ছিল, পুরুষদের জন্য ফুটবল, ক্রিকেট, চোর পুলিশ খেলা ও মহিলাদের জন্য হ্যান্ড বল, বালিশ খেলা, চেয়ার খেলাসহ কুইজ প্রতিযোগীতা। সর্বশেষে যারা খেলা, কুইজ প্রতিযোগীতা ও উম্মোক্ত লটারীতে বিজয়ী হয়েছেন, তাদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন, ঢাকা থেকে আগত কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক (এ্যাডমিন) মোস্তফা কামাল আখন্দ।
বিশেষে অতিথি হিসেবে উপস্থিত, কোস্ট ট্রাস্ট হেড অডিট মো: শাহাবুদ্দিন ইকোফিশ প্রকল্পের কর্মকর্তা, ইফতেখারুল ইসলাম,সমাজ কর্মী নাদিরা বেগম জেসমিন আবেদীন। এ আয়োজনকে সফল ও আনন্দমূখর করার জন্য সার্বিক সহযোগীতা করেছেন, কোস্ট ট্রাস্টের টিম লিডার রাশিদা বেগম, ইকোফিশ প্রকল্পের পিসি জহিরুল ইসলাম, মনিটরিং ও অপারেশন অফিসার খোকন চন্দ্র শীল, আইইসিএম প্রকল্পের পিসি মিজানুর রহমান, সহকারী পিসি দেবাশীষ মজুমদার, ইকোফিশ প্রকল্পের সহকারী সমন্বয়কারী সোহেল মাহামুদ,ইকোফিশ প্রকল্পের ম্যানেজার টিএস সামিরুজ্জান সহ অন্যান্যদের মধ্যে সহযোগীতা করেছেন, আইইসিএম প্রকল্পের ভোলা সদর উপজেলার ট্রেনিং ও মনিটরিং অফিসার মনিরুজ্জামান, চরফ্যাশন উপজেলার মোঃ ইউনুস সুমন ও লালমোহন উপজেলার ফাহিমা আক্তার প্রমুখ।
অন্যদিকে ভোলার স্বাধীন বাংলা মিউজিক্যাল ব্যান্ডের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশগ্রহন করেন, স্বাধীন বাংলার শিল্পীবৃন্দসহ দৈনিক ভোরের ডাক ও দৈনিক সংবাদ সকাল পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি নিরব হোসেন, আইইসিএম প্রকল্পের রাজাপুরের মাঠকর্মী নুর নাহার নুপুর, চরফ্যাশনের রেডিও মেঘনার উপস্থাপক চম্পা কলি ও চরফ্যাশনের মাঠ কর্মী শীমা রানী দাস।