ভোলা প্রতিনিধি: ভোলায় ইলিশায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবাসহ জেসমিন নামে এক যুবতী আটক হয়েছে।
পুলিশ সূএে যানা যায়, বৃহস্পতিবার দুপুরে ইলিশা ফাড়িঁর ইনর্চাজ মোক্তার হোসেন এর নেতৃত্ব এ এস আই সুজনসহ পুলিশের একটি টিম ইলিশা ফেরিঘাট এলাকায় সন্দেহ জনক ভাবে তল্লাশী করলে জেসমিন নামে এই নারীর ব্যাগে ১১০ পিস ইয়াবা পাওয়া যায়।
আটককৃত জেসমিন সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রুবেল এর স্ত্রী বলে জানা গেছে।
পুলিশ জানায়, জেসমিন এর শশুর বাড়ী লক্ষীপুর সেই হিসেবে তিনি এই ভাবে যাতায়াত করে।
আটকৃত জেসমিন এর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ইলিশা ফাড়িঁর ইনর্চাজ মোক্তার হোসেন।
হাসান পিন্টু
‘ভারতে প্রতি চার সেকেন্ডে ১ জন আক্রান্ত’
ভয়াবহ কোভিড ঝড় বয়ে যাচ্ছে ভারতের ওপর দিয়ে। গত বুধবার......বিস্তারিত