ভোলা সদর উপজেলার তুলাতুলী সংলগ্ন মেঘনা নদীতে একটি ফিশিং বোর্ড থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি, থ্রি-পিস ও মেডিকেল সামগ্রী জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভোলার খেয়াঘাট এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয়ে স্টাফ অফিসার অপারেশন লে. এম মমিনুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার সদর উপজেলার তুলতুলী সংলগ্ন মেঘনা নদীতে গত ৩ জানুয়ারি সোমবার ভোরের দিকে সন্দেহজনকভাবে এফবি আবিদ নামে একটি ফিশিংবোর্ড থামার সংকেত দেওয়া হলে বোর্ডটি না থেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্টগার্ড বোর্ডটিকে গতিরোধ করার জন্য ৪ রাউন্ড ফাঁকা গুলি করলে জড়িতরা বোর্ডটিকে চরে ফেলে রেখে পালিয়ে যায়। এরপর বোর্ডটিতে তল্লাশি চালিয়ে ওই শাড়ি, থ্রি পিস ও মেডিকেল আইটেম জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত শাড়ি, থ্রি পিস, মেডিকেল আইটেম ও ফিশিংবোর্ড আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এর সঙ্গে জড়িত সাতক্ষীরা ও পটুয়াখালীর চারজনের বিরুদ্ধে মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
‘রজব মাসের ফজিলত ও আমল’
1436 Shares Share on Facebook Share on Twitter ‘রজব’ শব্দের......বিস্তারিত