1028
Shares
নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক চলাকালে ভোলার ইলিশা থেকে ৮ জামায়াত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভোলা জেলা সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে জংশন বাজারের একটি পাঠাগার থেকে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।
এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ জিহাদী বই, সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের লিখা বই, জামায়াতের সদস্য ফরম, চাঁদা তোলার রশিদ ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, ভোলা সদর উপজেলা জামায়াতের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, পূর্ব ইলিশা ইউনিয়ন জামায়াতের আমির মো. নুরুল ইসলাম, জামাত নেতা মো. আব্দুল্লাহ, মো. হোসেন, মো. রুহুল আমিন, মো. ফারুক ও ইলিশা ইউনিয়ন জামায়াতের সদস্য মো. আক্তার হোসেন।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভোলা জেলা কর্যালয় সূত্রে জানা গেছে, এনএসআইর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ইলিশা জংশন বাজারের ‘মাওলানা হোসাইন স্মৃতি পরিষদ ও ইসলামী পাঠাগার’-এ অভিযান চালায়। এ সময় নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠকে উপস্থিত থাকা ৮ জামায়াতের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে বিপুল পরিমাণ জিহাদী বই, সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের লিখা বই, জামায়াতের সদস্য ফরম, চাঁদা তোলার রশিদ ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে বলে জানান ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন । -এইচপি
Facebook Comments Box
‘৮৩ বছর বয়সে ৩৫ বছরের স্ত্রীকে দিলেন মাতৃত্বের স্বাদ!’
1448 Shares Share on Facebook Share on Twitter বয়স যে......বিস্তারিত