লালমোহননিউজ২৪ডটকম।। কলকাতায় ২৩ থেকে ২৬ জানুয়ারি চলছে চারদিন ব্যাপী কিপাফ আয়োজনে উদযাপিত হচ্ছে কলকাতা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল পারফরমেন্স আর্ট ফেস্টিভ্যাল। কলকাতা সহ ভারতের মোট ১১টি প্রদেশের শিল্পীদের অংশ গ্রহনের পাশাপাশি এর উৎসবে জাপান, কোরিয়া ও বাংলাদেশের শিল্পীরা অংশগ্রহন করছে। উৎসবে বিচারক তথা কিউরেটরের পাঁচ জনের প্যানেলে বাংলাদেশ থেকে আছে সুমনা আক্তার এবং পারফরমেন্সে অংশ গ্রহণ করছে এস এম রিয়াদ, আনোয়ারুল হক লিটু ও সুজন মাহাবুব। সুজন মাহাবুবের পারফরমেন্স আর্টের শিরোনাম ‘‘অন্বেষণ’’। স্থান-কাল-পাত্রের আলোকে দৃশ্য থেকে দৃশ্যন্তরে যা কিছু দৃশ্যমান এবং অদৃশ্যমান, যা কিছু চেতন এবং অবচেতন, যা কিছু জলে-স্থলে এবং অন্তরীক্ষে অতীত-বর্তমান এবং ভবিতব্য রূপে বিরাজমান তাকে নয়ন এবং অর্ন্তনয়ন দিয়ে দেখার তীব্র ব্যাকূলতার শৈল্পিক উপস্থাপনাই পারফরমেন্স আর্ট অন্বেষণ। অন্বেষণ উপস্থাপনায় শিল্পী সুজন মাহাবুব হাতে রাখছে ক্যামেরা হ্যান্ডিকেম। দুই চোখ দৃশ্য ধারনের দৃশ্যমান প্রতীক আর ক্যামেরা অন্তদর্শনের প্রতীক। অন্বেষনের ব্যাপ্তী তিনদিন ব্যাপী নিউমার্কেট থেকে শুরু করে বাবুঘাট, হাওড়া স্টেশন, সায়েন্সসিটি হয়ে পুনঃ নিউমার্কেটে প্রত্যাবর্তন। শহুরে যান্ত্রিকতা, প্রকৃতির নৈসর্গ, মানুষের যাপিত জীবন, সংস্কৃতির প্রবাহমানতা প্রভৃতি অন্বেষণে দৃঢ় নির্লিপ্ত কিন্তু গন্তব্যে পৌছাতে দৃঢ় প্রতিজ্ঞ শিল্পী সুজন মাহাবুব মিনিটে দশ কদম পথ পরিভ্রমন করছে মাথায় বাংলার টাইগারের প্রতিনিধিত্ব মূলক মুখোশ জড়িয়ে। শিল্প অন্বেষণ শিল্পী সুজন মাহাবুবের জীবননেরই উদযাপন।
‘স্কুলে পুড়ে মরল ২০ শিশু শিক্ষার্থী’
নাইজারে খড়ের তৈরি একটি স্কুলে অগ্নিকাণ্ডে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ২০টি......বিস্তারিত