আপনি বিশ্বাস করুন আর নাই করুন ১৯৯০ সালে ব্রাজিলকে ৭-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন কাপ জিতেছিল বাংলাদেশ। গথিয়া কাপ ও ডানা কাপ নামের এই ফুটবল আসর এখনো চলছে। ১৯৯০ সালের ওই আসরে ব্রাজিল তাদের হলুদ জার্সি পড়েই খেলেছিল। অনূর্ধ্ব-১৪ এ টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় সেসময় বাংলাদেশে ব্যাপক তোলপাড় হয়েছিল। তাও আবার ফুটবলের দেশ ব্রাজিলকে ৭-০ গোলে হারিয়ে।
যদিও সার্টিফিকেট বয়স ১৪ থাকলেও বাস্তবে তাদের বয়স ছিল আরো বেশি। যার কারণে ওই আসরে ফুটবলের বড় বড় দেশগুলোকে প্রতি ম্যাচেই ৫-৬ গোলে হারিয়ে ফাইনালে পৌছে বাংলা একাদশ। ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হয়ে তাদের ৭-০ গোলে পরাজিত করে।
ডানা কাপ বর্তমানে হচ্ছে ডেনমার্কে আর গথিয়া কাপ হচ্ছে সুইডেনে। এ দুইটি টুর্নামেন্ট যুব ফুটবলারদের মিলন মেলা হিসেবে ধরা হয়।
যমুনা টেলিভিশনের ওয়ার্ল্ডকাপ কার্নিভালে এ নিয়ে বিস্তারিত বলেছেন ইইউ’র গণমাধ্যম উপদেষ্টা তৌহিদ ফিরোজ।
(যমুনা টেলিভিশনের লিংক নিচে দিলাম)
#জসিম_জনি
‘বাবাকে মেরে থানায় গেলেন ব্যাংকার ছেলে’
1009 Shares Share on Facebook Share on Twitter ঠাকুরগাঁও পৌর......বিস্তারিত