মনিরুজ্জামান, বোরহানউদ্দিন ।। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ীর সরেজমিন উইং এর পরিচালক মোঃ আব্দুল হান্নান শুক্রবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সরিসা প্রদর্শনীর মাঠ দিবস এ প্রধান অতিথি ছিলেন। ২০১৭-১৮ অর্থ বছরে রবি মৌসুমে চাষী পর্যায়ে উন্নতমানের ডাল,তেল ও পেয়াঁজ বীজ উৎপাদন, সংরক্ষণ, ও বিতরণ প্রকল্পের আওতায় এ দিবসটি উদযাপিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,বোরহানউদ্দিন এর আয়োজনে অনুষ্ঠানে সভপতিত্ব করেন খামার বাড়ী ভোলা’র উপ-পরিচালক ডিএই প্রশান্ত কুমার সাহা। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগে আমাদের জমি ছিল বেশী,জনসংখ্যা ছিল কম। খাদ্য ঘাটতি ছিল। এখন জমি কমছে, জনসংখ্যা বাড়ছে। অথচ খাদ্যে স্বনির্ভর দেশ। এটা সম্ভব হয়েছে জাতির জনকের কন্যার যোগ্য নেতৃত্বের কারনে। তার কল্যানে কৃষকরা দিনের পর দিন উন্নত প্রযুক্তি,যথা সময়ে উন্নত বীজ,সার পাচ্ছে। যার কারনে দেশ আজ এগিয়ে যাচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আকাশ বৈরাগীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,ডিএই বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ওমর আলী শেখ,বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা মো: ওমর ফারুক,কৃষক আব্দুল মালেক।ওই ইউনিয়নের কৃষক-কাষানি ও উপসহকারী কৃষি কর্মকর্তাগন ও উপস্থিত ছিলেন।
‘বিএনপিকে জবাব দিতে আ.লীগ মাঠে থাকবে: তোফায়েল আহমেদ’
1553 Shares Share on Facebook Share on Twitter আওয়ামী লীগ......বিস্তারিত