ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে পুরো দেশ। শনিবার মাঝরাত থেকে একটানা বিদ্যুৎ নেই সমগ্র দেশে। রাত থেকে রাজধানী ইসলামাবাদ, করাচি, লাহোর, রাওয়ালপি-ি, পেশোয়ার, মুলতান, কোয়েটা, ফয়সলাবাদ, মুজাফফরগড়, ভাওয়ালপুর, বেলুচিস্তানসহ বড় বড় শহর অন্ধকারে ঢেকে আছে। আন্তর্জাতিক বিমানবন্দরগুলোও অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। দেখে মনে হচ্ছে কোনো ভুতুরে নগরী। বন্ধ হয়ে যায় দেশটির মোবাইল এবং ইন্টারনেট পরিষেবাও। এ খবর দিয়েছে করাচিভিত্তিক গণমাধ্যম ডন।
অর্থনৈতিকভাবে বিধ্বাস্ত দক্ষিণ এশিয়ার দেশটিতে ব্যাপক বিদ্যুৎ সংকট রয়েছে। দেশটির প্রধান শহরগুলোতেও ঠিকমতো বিদ্যুৎ থাকেনা বলে অভিযোগ রয়েছে। ২০১৫ সালেও দেশটির ৮০ শতাংশ এলাকা ব্লাক-আউট হয়ে গিয়েছিল।
‘২৬ মার্চের আগেই আনুষ্ঠানিক ক্ষমা চাইতে পারে পাকিস্তান!’
Jasim Jany: আচমকা ঢাকা-ইসলামাবাদ সম্পর্কে ‘সুবাতাস’ বইতে শুরু হয়েছে। এক বছরের বেশি......বিস্তারিত