বাপেরবাড়ি থেকে ফিরছেন না স্ত্রী। তাই রাগে নিজের ‘গোপনাঙ্গ’ কেটে ফেললেন স্বামী। ঘটনাটি বিহারের রজনী নয়ানগর এলাকার। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
ঐ প্রতিবেদনে বলা হয়, বছর ২৫-এর কৃষ্ণ বাসুকির সঙ্গে ঐ রাজ্যেরই মালোধের বাসিন্দা অনিতার বিয়ে হয় বছর পাঁচেক আগে। ঐ দম্পতির ৪ সন্তানও আছে। বাপের বাড়ি থেকে ফিরতে চাইছিলেন না স্ত্রী। তাই স্ত্রীর ওপর রাগ করেই বিশেষ অঙ্গ কেটে ফেলেন বাসুকি।
পুলিশের বরাতে আনন্দবাজার জানায়, মাস দুয়েক আগে সন্তানসহ বাপের বাড়িতে ঘুরতে যান অনিতা। কিন্তু সেখান থেকে যেন ফেরার নাম নেই তার। আর এতেই রাগে ফেটে পড়েন স্বামী কৃষ্ণ। বারবার অনুরোধ করা সত্ত্বেও তা অগ্রাহ্য করছিলেন স্ত্রী। রাগে মাথা ঠিক রাখকে না পেরে হাতের সামনে থাকা ধারাল অস্ত্র দিয়েই নিজের গোপনাঙ্গ কেটে ফেলেন কৃষ্ণ।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। গুরুতর চোট এবং প্রচুর পরিমাণে রক্তপাত দেখে তাৎক্ষণিক কৃষ্ণকে হাসপাতালে নিয়ে যান তারা। অবস্থা আশঙ্কাজনক হলেও তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে।
‘রজব মাসের ফজিলত ও আমল’
1436 Shares Share on Facebook Share on Twitter ‘রজব’ শব্দের......বিস্তারিত