লালমোহননিউজ টোয়ান্টিফোর ডটকম: ‘আমাদের সজাগ থাকতে হবে যাতে দেশে এমন কোনও অশুভ শক্তি না আসে যারা সমাজ, ধর্ম ও সংস্কৃতির ওপর আঘাত করতে পারে। এমন কোনও শক্তিকে বাংলাদেশের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। কারণ বাংলা আমাদের দেশ, এখানে কোনও অপশক্তি থাকতে পারে না।’ আজ শনিবার (১৪ এপ্রিল) গণভবনে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে এ উৎসব সবার। শহর, গ্রাম সবখানেই সবাই একসঙ্গে নববর্ষের উৎসব উদযাপন করে। এছাড়া দেশে-বিদেশে সব বাঙালিকে তিনি বাঙলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘বাংলাদেশে সব ধর্মের মানুষ একসঙ্গে এ উৎসব উদযাপন করে। বিদেশে এ উৎসব করা হয়। এমনকি গ্রাম পর্যায়েও এ উৎসব উদযাপন করা হয় এখন। সবাই মন খুলে একাত্ম হয়ে যাতে এ উৎসব পালন করতে পারে আমরা সে ব্যবস্থা করেছি। গত বছর থেকে আমরা নববর্ষে ভাতার ব্যবস্থা করেছি।’
হাসান পিন্টু
‘বিএনপিকে জবাব দিতে আ.লীগ মাঠে থাকবে: তোফায়েল আহমেদ’
1553 Shares Share on Facebook Share on Twitter আওয়ামী লীগ......বিস্তারিত