সিলেটের জৈন্তাপুরে বন্যার পানিতে চারদিন আগে ভেসে যাওয়া মা-ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে ঐ উপজেলার ছাতারখাই গ্রামের হাওর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- একই উপজেলার মহালীখলা গ্রামের আজব আলীর স্ত্রী নজমুন নেছা ও তার ছেলে রহমান মিয়া।
স্থানীয়রা জানায়, ঘটনার দিন ছেলেকে নিয়ে নজমুন নেছা আমিরাবাদ গ্রামে মেয়ের বাড়ি থেকে মহালীখলা গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বন্যার প্রবল স্রোতে ভেসে যান তারা। কিন্তু মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে নিখোঁজের খবর পায়নি পরিবার ও প্রশাসন। মঙ্গলবার সকালে লাশ দুটি ছাতারখাই হাওরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে। -এইচপি
‘৮৩ বছর বয়সে ৩৫ বছরের স্ত্রীকে দিলেন মাতৃত্বের স্বাদ!’
1448 Shares Share on Facebook Share on Twitter বয়স যে......বিস্তারিত