আগামী মাস থেকে সীমিত পরিসরে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারের শিক্ষার দায়িত্বে থাকা দুই মন্ত্রণালয়ের নীতিনির্ধারকরা এক বৈঠকে বসে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে ভার্চুয়ালি আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ভার্চুয়ালি ওই বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ দুই মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দফতরের মহাপরিচালকরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, আগামী মাস থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান কিভাবে খোলা হবে, কোন শ্রেণিকে অগ্রাধিকার দেওয়া হবে তার একটি প্ল্যান তৈরি করতে সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে। পরে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।
‘স্কুলে পুড়ে মরল ২০ শিশু শিক্ষার্থী’
নাইজারে খড়ের তৈরি একটি স্কুলে অগ্নিকাণ্ডে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ২০টি......বিস্তারিত