প্রিয় লালমোহনের বন্ধুরা,
ভালভাবে লক্ষ্য করুন।নিচের পোস্ট টি আমি শেয়ার করিনি। আমার এফবির টাইমলাইন পোস্ট অন থাকায় এ পোস্ট টি আমার টাইমলাইনে ঢুকে দেওয়া হয়েছে।এ পোস্টটি স্পস্টভাবেই দেখা যাচ্ছে কে আমার টাইমলাইনে ঢুকে দিয়েছে? আমি আজ বিকাল হতে এফবিতে না থাকায় এটা আমার নজরে পড়েনি। আমি এফবিতে এ্যাকটিভ না থাকলে হঠাৎ কেউ আমার টাইমলাইনে ঢুকে কিছু পোস্ট করলে এর জন্য কি আমি দায়ী হব? কিছু উৎসাহী লোক পোস্ট টি আমি শেয়ার দিলাম কিনা তা যাচাই না করেই, যে ধরনের অপ্রত্যাশিত কর্মকান্ড আমার পরিবারের সদস্যদের নিয়ে শুরু করেছেন,তা সত্যই দুঃখজনক। আমি এতে অনেক ব্যথিত হয়েছি। আপনারা প্লিজ ফেসবুকের শেয়ার পোস্ট নিজেরা না বুঝলে অন্য কাউকে দেখান, এ পোস্ট আমি দিয়েছি কিনা।পোস্টটি আমার টাইমলাইনে কে ঢুকে দিয়েছে এটা স্পস্ট। আমার কর্মকান্ডের জন্য আমার শ্রদ্ধেয় বাবা,ভাই এরা দায়ী হবে কেন? আমি অপরাধ করলে আমিই শাস্তি পাব। আমার টাইমলাইন পোস্ট এখন স্থায়ীভাবে বন্ধ করে দিলাম।পোস্ট টি ও ডিলেট করা হয়েছে। যার যার রাজনৈতিক মতাদর্শ তার নিজ এফবির পোস্টেই তার দায়িত্ব বহন করে। তারপরেও অপ্রত্যাশিত এ ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি গনতান্ত্রিক রাস্ট্রের একজন নাগরিক হিসেবে প্রতিটি গনতান্ত্রিক দলের প্রতি শ্রদ্ধাশীল।
