LalmohanNews24.Com | logo

৯ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ

ফুলবাগিচায় “লালফুল ফুটবল উৎসব-২০১৮ “এর উদ্বোধন

ফুলবাগিচায় “লালফুল ফুটবল উৎসব-২০১৮ “এর উদ্বোধন

লালমোহননিউজ টোয়ান্টিফোর ডটকম: ভোলার লালমোহন উপজেলার সদর লালমোহন ইউনিয়নের ফুলবাগিচায় উদ্বোধন হয়েছে লালফুল ফুটবল উৎসব-২০১৮ এর।

শুক্রবার বিকাল ৪ টায় ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সেচ্ছাসেবী সংগঠন লালফুল এর আয়োজনে উদ্বোধনীয় ম্যাচে অংশ গ্রহন করেন উরুগুেয় সাপোর্টাস বনাম বাংলাদেশ সাপোর্টাস। এ খেলায় ০ গোলে ম্যাচটি ড্র হয়।

উদ্বোধনীয় ম্যাচ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সেচ্ছাসেবী সংগঠন লালফুলের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব ডা. মো: হানিফ মাষ্টার।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও তরী পাবলিক লাইব্রেরীর সভাপতি মো. আমির হোসেন তরী, ঢাকা মহানগর জাতীয় হকার্সলীগের সভাপতি মো. জামাল হোসেন নুর, লালমোহন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামিম আহমেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন লমোহন ইউনিয়ন পরিষদের সাবেক ৬ নং ওয়ার্ড সদস্য মো. মুজাফ্ফর হোসেন হাওলাদার, তরী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামরুল হোসেন সবুজ ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জুয়েল হাওলাদার প্রমুখ।

হাসান পিন্টু

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি