LalmohanNews24.Com | logo

২রা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ১৫ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ

পড়ুন এরশাদ সোহেলের কবিতা: হারিয়ে যাওয়া নন্দিনী

পড়ুন এরশাদ সোহেলের কবিতা: হারিয়ে যাওয়া নন্দিনী

 হারিয়ে যাওয়া নন্দিনী 

-এরশাদ সোহেল

এ শহর আজ নিস্তব্ধ, সবই আছে-

শুধু তুমি নেই, কীর্তণখোলার ঢেউ ,যান্ত্রিক সুর ছাড়া।

বুকের টিক টিক শব্দটা ক্রমশ বেড়েই চলেছে

তবুও হাটছি  অন্তর্হীন গন্তব্যে আমি  ।

জল,স্থল অন্তরীক্ষ চারিদিকে শূণ্যতা,

সে নীড় পাইনি খুজে শহরের অলি-গলিতে।

 

এ শহর আজ অন্তঃসারশূণ্য,সবই আছে-

শুধু মায়া নেই,আছে হৃদ মন্দিরের শূণ্য পূজারী।

ষোল বছরের অতীতের খোজে ,

ব্রজবাবুর পাঠশালায় ও সুন-সান  নিরবতা

বৈশাবীর কৃষ্ণচূড়ার লাল-সাদার অপূর্ব কম্ভিনেশন ও

মুছে গেছে আজ।

কোথায় আছিস বল!

 

আলোহীন এ শহরে আজ নিকশ কালো অন্ধকারে

ভয়ার্ত নিরবতা।

বুকের গহীনে একাকীত্বের হাহাকার।

কিশোরী,ষোড়শী, যুবার নিরব পদচারনা

সবই আছে। শুধু তুমি নেই!

 

তোর  শহরে নন্দিনীকে, দেখাবি আলোর পথ,

ফেলুদা বেশে কেড়ে নেবো

এ আমার শেষ আমানত ……

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি