মোঃ জসিম জনি ॥
প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ। তাদের কোনভাবেই অবহেলার সুযোগ নেই। তাদের আমাদের সুস্থ মানুষেরই মতো স্নেহ ভালোবাসা দিয়ে সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের জন্য যেভাবে এগিয়ে এসেছেন তা কেবল দৃষ্টান্ত নয়, বিশ^ব্যাপী আজ প্রশংসিত। রোববার বিকেলে লালমোহন আবুগঞ্জ বাজারে বেসরকারি উন্নয়ন সংস্থা দ্বীপ উন্নয়ন সোসাইটি (ডাস) আয়োজিত প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপরণ, শিক্ষা উপকরণ ও আর্থিক অনুদান তুলে দিয়ে ভোলা-৩ আসনের এমপি আলহাজ¦ নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
তিনি বলেন, সমাজের প্রত্যেকে যদি এভাবে প্রতিবন্ধীদের জন্য কাজ করে তাহলে প্রতিবন্ধীরা তাদের অধিকার ফিরে পাবে। প্রতিবন্ধীরা আর অবহেলিত থাকবে না, তাদের ভিক্ষাবৃত্তি করে জীবিকা চালাতে হবে না। প্রত্যেককে বর্তমান সরকার সুযোগ সুবিধা দিয়ে তাদের বাসযোগ্য করে গড়ে তুলেবে। দ্বীপ উন্নয়ন সোসাইটি (ডাস) এর নির্বাহী পরিচালক মোঃ ইউনুছ মিয়ার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক দেওয়ান, পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সফিকুল ইসলাম বাদল, ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল বশার সেলিম, লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, ধলীগৌরনগর ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু প্রমূখ।
‘মনপুরায় করোনা ভাইরাসের টিকা নিয়েছেন ইউএনও’
মো: ছালাহউদ্দিন,মনপুরা (ভোলা) সংবাদদাতা: ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলা স্বাস্থ্য......বিস্তারিত