নওগাঁর ধামইরহাটে পুকুর খননের সময় ৩২ কেজি ওজনের ২২ কোটি টাকার একটি কষ্টিপাথর উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার খেলনা ইউনিয়নের গুনদেশাহার গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী বলেন, নিজ জমিতে পুকুর খনন করছিলেন গুনদেশাহার গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোতালেব হোসেন। এ সময় একটি কষ্টিপাথরের নারায়ণ ঠাকুরের মূর্তি দেখেন তিনি। পরে থানায় খবর দিলে মূর্তিটি উদ্ধার করে পুলিশ।
ওসি বলেন, উদ্ধার করা ৩২ কেজির মূর্তিটির মূল্য ২২ কোটি টাকা। অতি প্রাচীন এ মূর্তিটি হিন্দু সম্প্রদায়ের দেবতা ছিল বলে ধারণা করা হচ্ছে। আদালতের নির্দেশনা অনুযায়ী মূর্তিটি হস্তান্তরের ব্যবস্থা নেয়া হবে।
‘রজব মাসের ফজিলত ও আমল’
1436 Shares Share on Facebook Share on Twitter ‘রজব’ শব্দের......বিস্তারিত