ভোলা প্রতিনিধি॥ ভোলার মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ১৮ জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম এ জরিমানা আদায় করেন। যাদের জরিমানা করা হয়েছে তাদের বাড়ি সদর উপজেলার বিভিন্ন গ্রামে।
ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, ইলিশের অভয়াশ্রম রক্ষায় সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে পুলিশ ও মৎস্য বিভাগের সমন্বয়ে একটি দল মেঘনায় অভিযান চালায়। এসময় মেঘনার ইলিশা পয়েন্ট থেকে ১০ হাজার মিটার জাল ও ৪০ কেজি মাছসহ ১৮ জেলেকে আটক করে। পরে আটক জেলেদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। এছাড়া জব্দকৃত জাল পুড়িয়ে ফেলার পাশাপাশি আটককৃত মাছ বিভিন্ন এতিম খানা, মাদ্রাসা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয় ।
উল্লেখ্য, ইলিশ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই এসব পয়েন্টে ইলিশসহ যে কোনো মাছ ধরা ও জাল ফেলা নিষিদ্ধ।
হাসান পিন্টু
‘৫ শ’ নিম্ম আয়ের মানুষকে সেহরি করালো ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ’
রাতের আঁধারে ঘুরে ঘুরে নিম্ম আয়ের মানুষের সেহরির ব্যবস্থা করে......বিস্তারিত