নিউজ ডেস্কঃ বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতির আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে দলের নেতাকর্মীদের সঙ্গে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
সারাবিশ্বে ৩০ কোটি বাংলা ভাষাভাষী মানুষ আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘জাতিসংঘের কাছে আমাদের একটাই দাবি, বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করা হোক।’
একুশ এবং একাত্তর একই চেতনার ওপর প্রতিষ্ঠিত বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘২১ এবং ৭১ এর চেতনায় আমরা অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে গড়ে তুলবো।’
হাসান পিন্টু
‘বিএনপিকে জবাব দিতে আ.লীগ মাঠে থাকবে: তোফায়েল আহমেদ’
1553 Shares Share on Facebook Share on Twitter আওয়ামী লীগ......বিস্তারিত