LalmohanNews24.Com | logo

১৪ই অগ্রহায়ণ, ১৪২৭ বঙ্গাব্দ | ২৯শে নভেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ

দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় জিএস রিপনকে নোটিশ

দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় জিএস রিপনকে নোটিশ

ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী ফরহাদ হোসেন মুরাদের বিরুদ্ধে প্রতিপক্ষ প্রার্থী হওয়ায় লালমোহন পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক কামাল হোসেন রিপনকে কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়েছে। সোমবার বিকালে পৌরসভা আওয়ামীলীগের এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

দলীয় কার্যক্রমে অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের কারণে এবং ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার কারণে তাকে ২৪ ঘন্টা সময় দিয়ে নোটিশ প্রেরণ করা হয়। নোটিশে স্বাক্ষর করেন পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম মঞ্জু তালুকদার, আ.ন.ম শাহ জামাল দুলাল ও আব্দুল খালেক সওদাগর।

এর আগে শনিবার উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভায় আওয়ামীলীগ সভাপতি ও ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারী দেন। তবে রিপনকে কারণ দর্শানো নোটিশ পাঠানো হলেও মাঠে রয়ে গেছেন বিদ্রোহী দুই প্রার্থী। তারা হলেন, ফরহাদ হোসেন নাঈম ও ফয়েজ উল্যাহ ফয়েজ।

Facebook Comments


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি