চরফ্যাসন প্রতিনিধি: ভোলা জেলা চরফ্যাশন উপজেলা দক্ষিন আইচা থানার ৯ নং চরমানিকা ইউনিয়ানের দক্ষিন চরমানিকা ৩ নং ওয়ার্ডে তিন সন্তানের জননী তার শশুর বাড়ীতে বিষপানে আত্নহত্যা করেছে।
জানা যায়, দক্ষিন চরমানিকা ৩ নং ওয়ার্ডের আলাউদ্দিনের(৪০) স্ত্রী আছমা বেগম(৩০ )পারিবারিক কলহের জের ধরে তার স্বামীর ঘরে (৯ মে) বুধবার সকালে বিষপান করে। পরে পরিবারে লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চরকচ্ছপিয়া গনস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুরে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তিন সন্তানের জননী আছমা বেগমের বাবার বাড়ী শশীভূষন থানার রসুলপুর ইউনিয়ানের ৫ নং ওয়ার্ডের আবদুল আলী সর্দারের কন্যা। নিহতের বাবা জানান বিগত ১৪ বছর আগে আমার মেয়ের সাথে চরমানিকা ইউনিয়ানে ৩ নং ওয়ার্ডের হানিফ পন্ডীতের ছেলে আলাউদ্দিনের সাথে ধর্মীয় মোতাবেক বিবাহ হয়েছে ,তাদের ঘরে দুই ছেলে এক কন্যা সন্তান রয়েছে। কিন্তু মেয়ের সংসারে কোন দিন সুখ শান্তি ছিলনা , আমার মেয়েকে তারা পিটিয়ে হত্যা করেছে।
এব্যাপারে দক্ষিন আইচা থানার এস,আই ফিরোজ আলম সত্যতা স্বীকার করেন। তিনি জানান এব্যাপারে মামলা প্রস্তুতি চলছে।