হাসান পিন্টু, লালমোহননিউজ২৪ ডটকমঃ আগামী ১৪ ফেব্রুয়ারি তরী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায়, স্বেচ্ছাসেবী সংগঠণ লাল ফুলের আয়োজনে ও গজারিয়ার স্বেচ্ছাসেবী সংগঠণ শঙ্খচিলের সহযোগিতায় লালমোহন উপজেলার সদর লালমোহন ইউনিয়নের ফুলবাগিচায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচি পালন করা হবে বলে জানা যায়।
এসময় তরী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আমির হোসেনর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামসুল আরিফ।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, লালমোহন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. মোঃ হানিফ মাষ্টার, তরী ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ হানিফ মাষ্টার, তরী ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর মোঃ কামরুল হোসেন সবুজ সহ প্রমূখ।
‘৫ শ’ নিম্ম আয়ের মানুষকে সেহরি করালো ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ’
রাতের আঁধারে ঘুরে ঘুরে নিম্ম আয়ের মানুষের সেহরির ব্যবস্থা করে......বিস্তারিত