1469
Shares
ভোলার তজুমদ্দিনের পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক জনকে আটক করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আটক ব্যক্তিকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক জানান, শনিবার দুপুর ১২:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে
এসআই(নিঃ) মোঃ মামুন অর রশিদ পল্টন (বিপি ৮৫১৩১৫১০৫৪) সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ৩নং চাঁদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ আড়ালিয়া সাকিনের মাদক ব্যবসায়ী নাজিম তার বাড়ির পিছনে সুপারি বাগানে মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে।
তথায় হাজির হলে পুলিশ দেখতে পাইয়া পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী মোঃ নাজিম (৫০)’কে ধৃত করেন। উপস্থিত সাক্ষী’দের সম্মূখে ধৃত আসামী মোঃ নাজিম(৫০) এর দেহ তল্লাসীকালে তাহার পরিহিত লুঙ্গীর ডান কোচর হইতে দুটি পোটলায় মোট (৫০ + ৫০) = ১০০(একশত) পিচ কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তজুমদ্দিন থানার মামলা নং-০৪, তাং-১৮/০৬/২০২২, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ সনের ৩৬(১) এর সারণীর ১০(ক) রুজু করিয়া মামলার তদন্তভার এসআই (নিঃ) মোঃ রিসাত হোসাইন এর উপর অর্পণ করা হইয়াছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। -এইচপি
Facebook Comments Box
‘৮৩ বছর বয়সে ৩৫ বছরের স্ত্রীকে দিলেন মাতৃত্বের স্বাদ!’
1448 Shares Share on Facebook Share on Twitter বয়স যে......বিস্তারিত