করোনা ভাইরাস সংক্রোমন প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য মাস্ক বিতরণের পাশাপাশি মাস্ক না পরায় ৩৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে তজুমদ্দিন উপজেলা চত্বরে, উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা এ অভিযান পরিচালনা করেন। এসময় মাস্ক না পরায় ৩৮ জনকে ৮ হাজার ১শ টাকা জরিমান করে।
উপজেলা নির্বাহী অফিসার অফিসার পল্লব কুমার হাজরা বলেন, আমাদের করোনা ভাইরাসের মধ্যেই বসবাস করতে হবে। তাই আমাদের দেশের অর্থনীতিসহ দেশকে এগিয়ে নেওয়ার জন্য মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানার কোন বিকল্প নেই। দেশের বৃহত্তর স্বার্থে প্রশাসন প্রয়োজনে প্রচলিত আইনের মধ্যেই কঠোর পদক্ষেপে যাবে।
‘স্কুলে পুড়ে মরল ২০ শিশু শিক্ষার্থী’
নাইজারে খড়ের তৈরি একটি স্কুলে অগ্নিকাণ্ডে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ২০টি......বিস্তারিত