1134
Shares
ভোলার তজুমদ্দিনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অসাম্প্রদায়িক ও জঙ্গিবাদমুক্ত ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় ।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশের পথে হাঁটছে দেশ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা বর্তমানে অনেক দূর এগিয়ে গেছি।
এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ, জেলা পরিষদের সদস্য ইশতিয়াক হাসান, তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমনসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
Facebook Comments Box
‘রজব মাসের ফজিলত ও আমল’
1436 Shares Share on Facebook Share on Twitter ‘রজব’ শব্দের......বিস্তারিত