LalmohanNews24.Com | logo

৩রা জ্যৈষ্ঠ, ১৪২৮ বঙ্গাব্দ | ১৭ই মে, ২০২১ খ্রিস্টাব্দ

তজুমদ্দিনে জলদস্যু আটক

শরীফ আল-আমিন শরীফ আল-আমিন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত : মে ০৯, ২০১৮, ২০:২৭

তজুমদ্দিনে জলদস্যু আটক

ভোলার তজুমদ্দিনে পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির ৯টি মামলার ওয়ারেন্টভূক্ত দূধর্ষ জলদস্যুকে আটক করা হয়েছে। তাকে পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে।  থানা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর ২টায় তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক আহাম্মদের নেতৃত্বে এস আই খোন্দকার আনোয়ার হোসেন, এ এস আই মনির হোসেন ও আনছার উদ্দিনসহ পুলিশের একটি টিম ভোলার বাপ্তা চৌদ্দগড় ২নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে দূধর্ষ জলদস্যু শাহ মোঃ ইয়াছিনকে (৩৫) আটক করে।

আটককৃত দূধর্ষ জলদস্যু শাহ ইয়াছিন তজুমদ্দিন উপজেলার উত্তর চাপড়ী ৭নং ওয়ার্ডের শাহ নূর মোহাম্মদ সাজীর ছেলে। আটককৃত জলদস্যু ইয়াছিনের বিরুদ্ধে তজুমদ্দিন থানায় ৩টি, বোরহানউদ্দিন থানায় ৩টি ও দৌলত খাঁন থানায় ১টি মামলাসহ মোট ৯ টি মামলায় ওয়ারেন্ট রয়েছে বলে তজুমদ্দিন থানা পুলিশ সুত্রে জানা গেছে।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ ফারুক আহাম্মদ জানান, বোরহানউদ্দিন থানার একটি ডাকাতি মামলা আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

হাসান পিন্টু

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি