তজুমদ্দিন প্রতিবেদকঃ ভোলার তজুমদ্দিনে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে ঢাকার নিউরো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোসা: মরিয়ম বেগমের মৃত্যু হয়। এর আগে গত ২৬ মার্চ একই বাড়ির প্রতিপক্ষরা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে মারপিট করে গুরুতর আহত করে।
অভিযোগে জানা গেছে, তজুমদ্দিনের চাঁচড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড অছিমুদ্দিন মুন্সি বাড়ীর মৃত আবু সুফিয়ানের মেয়ে মোসাঃ মরিয়ম বেগমকে মারধর করে মাথায় আঘাত করে একই বাড়ির মৃত তোফাজ্জলের ছেলে রফিকুল ইসলাম, রফিকুল ইসলামের স্ত্রী শাহানুর বেগম, পিতা- রফিকুল ইসলামের ছেলে মাহিব্বুল্লাহসহ কয়েকজন।
ঘটনার ১২ দিন পর মরিয়মের মৃত্যু হলে শনিবার সকালে তজুমদ্দিন নিজ বাড়িতে আনা হয়। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করে।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফারুক আহাম্মেদ জানান, আমরা মৃত্যুর সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজনদেরকে মৃত্যুর কারণ জিজ্ঞেস করে অপমৃত্যু’র মামলা গ্রহণ করি।
হাসান পিন্টু
‘বিএনপিকে জবাব দিতে আ.লীগ মাঠে থাকবে: তোফায়েল আহমেদ’
1553 Shares Share on Facebook Share on Twitter আওয়ামী লীগ......বিস্তারিত