LalmohanNews24.Com | logo

১৭ই অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দ | ২রা ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ

ঢাকা মাতালেন সুপার এক্সাইটেড নোরা ফাতেহি

ঢাকা মাতালেন সুপার এক্সাইটেড নোরা ফাতেহি

ঢাকায় এসেই মঞ্চ মাতালেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের মঞ্চে ওঠেন তিনি।

প্রথমে মঞ্চে নোরা ফাতেহির জমকালো এন্ট্রি। এরপর পর্দায় দেখানো হয় তার অভিনয় ও গান। পরে সহশিল্পীদের সঙ্গে নিয়ে হাজির হন নোরা নিজেই। এ সময় সহশিল্পীদের সঙ্গে নিজেও মেলান নাচের স্টেপ।

ওমেন লিডারশিপ কর্পোরেশনের আয়োজনে ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে নোরার ঢাকায় আসা। অনুষ্ঠানে ওমেন লিডারশিপ বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন তিনি।

নোরা বলেন, আমি ঢাকায় এসে সুপার এক্সাইটেড। দ্বিতীয়বারের মতো এলাম। সবার এনার্জি দেখে আমার খুব ভালো লাগছে।

এ সময় মঞ্চে দুই উপস্থাপক ছাড়াও ওমেন লিডারশিপ কর্পোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিক উপস্থিত ছিলেন। এর আগে, দুপুর আড়াইটার দিকে ঢাকায় পৌঁছান নোরা ফাতেহি।

লালমোহননিউজ/ -এইচপি

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

  • সম্পাদক ও প্রকাশক:

    মোঃ জসিম জনি

    মোবাইল: 01712740138
  • নির্বাহী সম্পাদক: হাসান পিন্টু
  • মোবাইলঃ০১৭৯০৩৬৯৮০৫
  • বার্তা সম্পাদক: মো. মনজুর রহমান